মো. ফোরকান, বাউফল:
পটুয়াখালী বরগুনার আমতলীতে কলাগাছ কাটাকে কেন্দ্র করে হত্যা মামলার অন্যতম প্রধান এজাহারনামীয় পলাতক দুই (২নং ও ৩নং) আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৮ মঙ্গলবার দিবাগত রাত এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, সিপিসি-১ ও র্যাব-৪, সিপিসি-২ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী মোঃ হাবিব প্যাদা (৫৫), পিতা-মৃত মোঃ মঞ্জু প্যাদা, ও মোঃ জিয়া প্যাদা, পিতা- মৃত মোঃ মঞ্জু প্যাদা, উভয় সাং-পশ্চিম সোনাখালী, পোঃ সানাখালী থানাঃ আমতলী, জেলা-বরগুনা।
ওই দুজনকে ঢাকা জেলার সাভার থানাধীন কলমা এলাকা হতে গ্রেফতার করা হয়। র্যাব সূত্রে জানা যায়, বাদী ও বিবাদীরা একই এলাকায় বাসিন্দা । পূর্ব থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদীরা বাদীর সাথে বিরোধ করে আসছিলো।
পূর্ব শত্রুতার জেরে ঘটনার দিন ভিকটিম মোঃ আলমগীর প্যাদা (৪০) গাজীপু বাজার শেষে নিজ বাড়িতে আসার সময় পূর্বে থেকে উৎপেতে থাকা বিবাদীরা ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে কিল, ঘুষি, লাথি ও লাঠি সোটা দিয়ে সজোরে আঘাত করে।
এতে ভিকটিম গুরুতর আহত হয়। পরে ভিকটিমের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পরে চিকিৎসারত অবস্থায় গত ১১ এপ্রিল সোয়া এগারোটার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ভিকটিমের স্ত্রী নাছিমা বেগম (৩১) আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আমতলী থানার মামলা নং-১৬, তারিখঃ ১৩/০৪/২০২৫, ধারা-১৪৩/৩৪১/৩০৭/৩২৩/৩০২/১১৪/ ৫০৬ (।।) /৩৪ পেনাল কোড।গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার সাভার থানায় হস্তান্তর করা হয়।