ঢাকা
২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
ভোর ৫:০৩
প্রকাশিত : মে ৫, ২০২৫
আপডেট: মে ৫, ২০২৫
প্রকাশিত : মে ৫, ২০২৫

বাউফলে দুর্বৃত্তের আগুনে গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগী  ভস্মীভূত

নিলা, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে নিজাম উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির গোয়ালঘরে দুর্বৃত্তের দেয়া আগুনে গবাদি পশুসহ শতাধিক হাঁস-মুরগী ভস্মীভূত হয়েছে।

রবিবার (৪ মে) দিবাগত রাত একটার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নিজাম উদ্দিন পেশায় একজন অটোরিক্সা চালক।

নিজাম উদ্দিন অভিযোগ করে বলেন, ঘটনার দিন রাত ১টার দিকে তার বসতঘর সংলগ্ন গোয়ালঘরে গবাদি পশুর ডাক শুনে দরজা খুলে বের হতেই আগুন দেখতে পান। এরপর ডাকচিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে নেয়ার আগেই গোয়ালঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

তবে তার বসতঘরটি কোনমতে রক্ষা করা গেলেও ২টি গরু, ২টি ছাগল ও অর্ধশ হাঁস- মুরগি আগুনে পুড়ে মারা যায়।

এ সময় গবাদি পশুগুলো বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে পায়ের পাতাসহ শরীরের বিভিন্ন স্থানে ঝলসে যায় নিজাম উদ্দিনের। পরিবারের সদস্যরা জানায়, এর আগে তাদের বসতঘরে কয়েকবার চুরির ঘটনা ঘটে। এবার অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এঘটনায় আনুমানিক তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারউজ্জামান সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram