ঢাকা
২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১:৫৩
প্রকাশিত : মে ১, ২০২৫
আপডেট: মে ১, ২০২৫
প্রকাশিত : মে ১, ২০২৫

বিএনপি ক্ষমতায় গেলে নিরাপদে থাকবে সনাতনী ধর্মাবলম্বীরা- বিএনপি মহাসচিব

সিনিয়র স্টাফ রিপোর্টার।। বিভাজন নয় সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই আমরা। একটা ভালবাসার বাংলাদেশ চাই। বিএনপি সরকার ক্ষমতায় এলে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে সনাতন ধর্মাবলম্বীরা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে পথসভায় এসব মন্তব্য করেন তিনি।

হাসিনা সম্পর্কে মির্জা আলমগীর বলেন, আমরা দীর্ঘ অনেকগুলি বছর একটা ডাইনির হাতে জিম্মি থেকেছি। কোন ছেলে মেয়ের পরিবারে বিএপির গন্ধ থাকলেই তাদের আর চাকরি হতোনা। ব্যাবসাতেও একি অবস্থা করেছে তারা। দীর্ঘ সংগ্রাম আর অনেক রক্তের বিনিময়ে আমরা তার হাত থেকে রেহাই পেয়েছি। তারপরও ডাইনি হাসিনা পাশের দেশ ভারতে বসেই আমাদের গুতোগুতি করে চলেছেন। দেশ থেকে পালিয়েও জনগণকে শান্তিতে থাকতে দিতে চায়না সে ভয়াবহ ডাইনি।

আয়নাঘর সম্পর্কে তিনি বলেন, হাসিনা ও আওয়ামীলীগ যাদের ভয় করেছে বা যাদের আওয়ামীলীগ নিজেদের জন্যে হুমকি মনে করেছেন, তাদেরকেই তারা গুম করেছে। ১৭শ মানুষকে গুম করেছে তারা। গুম হওয়া বেশিরভাগ মানুষেরই কোন খোঁজ পাওয়া যায়নি আজও। আর যাদের খোঁজ পাওয়া যায়, তারাও অন্তত ৭ থেকে ৮ বছর পর্যন্ত আটকে থেকেছে। গোলাম আযমের ছেলে ফারুক ই আজমকে ৮ বছর গুম করে রাখা হয়েছে। সিলেটের এমপি একজন প্রতাপশালী নেতা ইলিয়াসের এখনও খবর পায়নি তার পরিবার।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন,দেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য দল বিএনপি। অন্যায় করবেননা,যদি করে থাকেন তাহলে আওয়ামী লীগের মতন অবস্থা হবে। কেউ অন্যায় করলে তাকে আইনের হাতে তুলে দেবেন। দল আপনাদের, ধানের শীষ আপনাদের, রক্ষা করার দায়িত্বও তাই আপনাদেরই।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন,যুগ্ন সাধারন সম্পাদক পয়গাম আলী, সদর বিএনপি সভাপতি আব্দুল হামিদ,সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন সহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram