জাহিদুল হাসান জাহিদ।। নিখোঁজের ছয় মাসেও খোঁজ মেলেনি নীলফামারী সৈয়দপুর হাতীখানা বানিয়া পাড়ার মানসিক ভারসাম্যহীন ছেলে মো: সাকিব (১৬) এর। তার উচ্চতা : ৫ ফিট ৫” গায়ের রং: কালো। ছেলেকে হারিয়ে এখন পাগল প্রায় তার বাবা-মা।
গত ২৪ আগস্ট তার ছোট ছেলে সাকিব বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাসায় ফেরেনি। আত্মীয়-স্বজন ও পরিচিতজনের সঙ্গে যোগাযোগ করেও কোথাও খোঁজ মিলেনি ছেলের ।
ছোট সন্তান নিখোঁজ হওয়ায় তার মা গত ৬ মাস থেকে ঠিক মত খাওয়া দাওয়া,ঘুম সব বাদ দিয়ে সন্তানকে খুঁজে বেড়াচ্ছে। পরিবারের অন্যান্য সদস্যরাও রয়েছে ভিশন দুঃশ্চিন্তায়।
তার পরিবার জানায়, এ ব্যাপারে থানায় কোন লিখিত ডায়েরি করা হয়নি। কারণ এর আগেও সাকিব গত ১৬/০৯/২২ তারিখে নিখোঁজ হয়। সেই বার থানায় নিখোঁজ ডায়েরি করেন। তবে তাকে অনেক খোঁজা খুজির পর ১৮/১০/২২ তারিখে ঢাকায় তার সন্ধান পায়। সাকিবের সন্ধান পেলে ডায়েরি প্রতাহার করেন তারা।
নিখোঁজ সাকিবের সন্ধানের জন্য সমাজের সকলের কাছে অনুরোধ করেছে তার পরিবার।
সন্ধান পেলে উল্লেখিত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল- ০১৭৮৭০০৪২০৩