ঢাকা
২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ১১:০৬
প্রকাশিত : এপ্রিল ১৯, ২০২৫
আপডেট: এপ্রিল ১৯, ২০২৫
প্রকাশিত : এপ্রিল ১৯, ২০২৫

দেবীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত- ১,আহত- ২

লিটন প্রধান নিজস্ব প্রতিনিধিঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মেহের আলী চাঁন (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন মোজাফফর ও আশিকুজ্জামান শামীম।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে উপজেলার ৯ নং দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট চৌরাস্তা এলাকায় এশিয়ান হাইওয়েতে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত মেহের আলী দেবীগঞ্জ পৌরসভার সোনাপোতা পাড়ঘাট এলাকার বাসিন্দা। আহত মোজাফফর ও শামীম দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ী মিস্ত্রী পাড়া এলাকার বাসিন্দা। তারা তিনজনই জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহান মে দিবস উপলক্ষে শ্রমিক ইউনিয়নের চিঠি বিতরণের উদ্দেশ্যে তিনজন একসাথে মোটরসাইকেলে করে লক্ষীরহাট এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়েন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইফতেখারুল তৌহিদ নোমান জানান, আহত তিনজনকে হাসপাতালে আনার পর মেহের আলীকে মৃত ঘোষণা করা হয়। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত মোজাফফরকে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত শামীম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোয়েল রানা বলেন, চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram