ঢাকা
২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১১:৫০
প্রকাশিত : এপ্রিল ১৬, ২০২৫
আপডেট: এপ্রিল ১৬, ২০২৫
প্রকাশিত : এপ্রিল ১৬, ২০২৫

লক্ষ্মীপুরে পলিটেকনিকের শিক্ষার্থীদের অবরোধ-বিক্ষোভ

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার:

ক্রাফট হটাও,পলিটেকনিক বাচাও  এই শ্লোগানকে সামনে নিয়ে ক্রাফট ইনস্টাক্টরদের নিয়োগবিধি সংশোধন এবং ক্রাফট ইনস্টাক্টরদের করা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করছে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার বেলা সাড়ে ১১টা থেকে লক্ষ্মীপুর-ঢাকা সড়কের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

এতে করে  সড়কের দু-পাশে কয়েক মাইল এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় চরম ভোগান্তিতে পড়ছে যাত্রী ও পরিবহন চালকরা।

এছাড়া প্রচন্ড গরমে এক যাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।  এর আগে পলিকেটনিক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।

পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে তারা।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের দাবির সাথে একাত্নতা পোষন করে ও দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুরে নেয় শিক্ষার্থীরা। প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, কারীগরি শিক্ষা উন্নতির লক্ষ্যে ছাত্র আন্দোলনের যে ৬ দফা দাবী বাস্তবায়নের দাবীতে কর্মসুচি পালন করছে শিক্ষার্থীরা।

এছাড়া ক্রাফট ইনস্টাক্টরদের নিয়োগ বিধি সংশোধন এবং ক্রাফট ইনস্টাক্টরদের করা মামলার প্রতিবাদ ও মামলা প্রত্যাহার করতে হবে। দীর্ঘদিন ধরে দাবী বাস্তবায়নের জন্য আন্দোলন সংগ্রাম করলেও তা বাস্তবায়ন হচ্ছেনা। কি কারনে তা হচ্ছেনা, সেটা কারও জানা নেই।

দ্রুত সময় দাবী বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসুচির হুশিয়ারী দেন শিক্ষার্থীরা। এদিকে দাবি আদায়ের লক্ষে কথা কথায় দড়ক অবরোধ করায় ক্ষোভ প্রকাশ করেন দুর্ভোগে পড়া যাত্রী সাধারণ।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram