নিলা ,বাউফল, (পটুয়াখালী) প্রতিনিধি:
ফিলিস্তিনে নিরীহ জনগণের ওপর চলমান বর্বর ও অমানবিক হামলার বিরুদ্ধে। "ন্যায় বিচারের জন্য মেয়েদের নেতৃত্ব" নামের একটি নারী শিক্ষার্থী সংগঠনের উদ্যোগে পটুয়াখালীর বাউফল সরকারি কলেজের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল )সকাল ১০টায় বাউফল সরকারি কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ফাইজা বাচ্চুর সারা, সাইমা রহমান সারা , লিজা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, ফিলিস্তিনে শিশু, নারী ও নিরীহ মানুষের উপর নির্যাতন, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের যে নির্মম চিত্র আমরা প্রত্যক্ষ করেছি, যা আর নীরবে সহ্য করা যায় না। এই নৃশংসতার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ হোক স্পষ্ট, শক্তিশালী ও মানবতার পক্ষে।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে চলমান ফিলিস্তিনে হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোর জন্য আজ আমরা মানববন্ধনের আয়োজন করেছি ফিলিস্তিনির জনগনের উপর অমানবিক নির্যাতন অত্যাচার ও নৃশংসতা চলছে, তা শুধু মুসলিম নয় সমগ্র মানব জাতির জন্য উদ্বেগের বিষয়।
নারী ও শিশুর প্রতি প্রতিনিয়ত নিষ্ঠুর বাস্তবতার চিত্র দেখছি তা আইয়ামে জাহিলিয়াকেও হার মানায়, তাই আমরা অনতিবিলম্বে যুদ্ধে আহ্বান জানাচ্ছি এবং মুসলিম বিশ্বের সকল দেশকে আমরা ইজরায়েলের পণ্য বয়কট করার আহ্বান জানাচ্ছি।